Apps

Picture

পুলিশ সুপারের বার্তা

জেলা পুলিশ, ঠাকুরগাঁও ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

 

          জেলা পুলিশ, ঠাকুরগাঁও এর ওয়েবসাইটের শুভ সূচনা ও ডিজিটাল বাংলাদেশের অংশ হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার সহকর্মীদের,যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের পরিকল্পনা বাস্তবে রূপ লাভ করেছে। এ ওয়েবসাইটটি পুলিশ ও জনগণের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করবে। পুলিশি সেবা সহজলভ্য ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে আমাদের এই উদ্যোগ কার্যকর হবে বলে বিশ্বাস করি। জেলা পুলিশ, ঠাকুরগাঁও এর ওয়েবসাইটটি মূলত জনগণ ও পুলিশের মাঝে যোগাযোগ বাড়ানো, পুলিশ ও পুলিশি সেবা সম্পর্কে দ্রুত ও সঠিক তথ্য দেওয়ার একটি প্রয়াস। জবাবদিহিমূলক ও জনবান্ধব পুলিশি ব্যবস্থা ও উন্নততর সেবা প্রদানই আমাদের উদ্দেশ্য। জনগণের আন্তরিক সহযোগিতার কারণেই বাংলাদেশ পুলিশ দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছে। মাদকের বিস্তার রোধে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ নীতিতে আইন-শৃঙ্খলা রক্ষার মাধ্যমে অপরাধমুক্ত নিরাপদ ঠাকুরগাঁও প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। সাম্প্রতিক বছর গুলোতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারের অনুসৃত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সাহসিকতা বিশ্বে প্রশংসিত হয়েছে। সেই লক্ষ্যে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং মুক্ত নিরাপদ জনপদ হিসেবে ঠাকুরগাঁওকে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছি। আমরা বঙ্গবন্ধুর নির্দেশনা অনুযায়ী জনগণের পুলিশ হতে চাই। পুলিশি সেবা জনগনের কাছে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। আমরা আপনাদের সাথে আস্থার সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সু-সম্পর্ক গড়ে তুলতে চাই। আমাদের প্রচেষ্টা থাকবে ওয়েবসাইটিকে আরো মানসম্মত পর্যায়ে উন্নীত করা, নিয়মিত হালনাগাদ করা, যাতে এটি জনগনের আকাঙ্খা পূরণে সক্ষম হয়। জেলা পুলিশ, ঠাকুরগাঁও-এর ওয়েবসাইটের কলেবর বৃদ্ধি ও সমৃদ্ধিতে আপনার যে কোনো গঠনমূলক পরামর্শ ও কৃতজ্ঞতার সাথে গ্রহণে সচেষ্ট থাকবো।

 পরিশেষে, ঠাকুরগাঁও জেলার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

 



                                                                                                 সমাপনী



 

 
Copyright © 2023 Superintendent of police, Thakurgaon. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.