ভিআইপি/ভিভিআইপি
যেসব ব্যক্তি অবস্থান, দায়িত্ব ও মর্যাদার দিক দিয়ে বিশেষ গুরুত্ব বহন করেন এবং যাদের নিরাপত্তা হানি হলে দেশ ও জাতি গভীর সংকটে পতিত হয় তাদের ভিভিআইপি বা ভিআইপি বলা হয়৷ বাংলাদেশের আইন অনুসারে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানগণ ভিভিআপি মর্যদা ও নিরাপত্তা ভোগ করেন৷ তাছাড়া জাতির জনকের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা বিধানের আইন রয়েছে৷
তাছাড়া সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীগণ এবং অন্যান্য উচ্চ পদমর্যাদার সামরিক/বেসামরিক কর্মকর্তাাদের গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেয়া হয়৷ সরকার যেকোন ব্যক্তিকে ব্যবসায়িক বা অন্যান্য ক্ষেত্রে ভিআইপি ঘোষণা করতে পারেন৷
কমিউনিটি পুলিশিং ফোরাম ঃ-
কমিউনিটি পুলিশিং ফোরাম হল কমিউনিটি সদস্যদের দ্বারা গঠিত একটি ফোরাম বা কমিটি৷ কমিউনিটি পুলিশিং এর মূল কথা হল জনগণকে পুলিশের কাজের অংশীদার হিসেবে গ্রহণ করে অপরাধ সমস্যাগুলোর সমাধানের মাধ্যমে জনগণের জীবনমান উন্নত করা৷ কমিউনিটি পুলিশিং ফোরাম বা সিপিএফ হল জনগণের সাথে পুলিশের অংশীদারিত্ব প্রতিষ্ঠার একটি তৃণমূল পর্যায়ের আনুষ্ঠানিক কাঠামো৷ কমিউনিটি পুলিশিং দর্শন বাস্তবায়নের লক্ষ্যে ওয়ার্ড কমিটিগুলোকেই মূল সিপিএফ বলা হবে৷ অন্যান্য কমিটিগুলো হবে সমন্বয় কমিটি৷
কমিউনিটি পুলিশিং ফোরামের কাজ
কমিউনিটি পুলিশিং ফোরামগুলো মাঠ পর্যায়ে জনগণের সাথে অপরাধ প্রতিরোধে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করবে৷ এ লক্ষ্যে তারা স্থানীয় সমস্যা চিহ্নিত করা, সমস্যার কারণ বিশ্লেষণ করা, সমস্যা সমাধানে স্থানীয় সম্পদ-ব্যবহার এবং কর্ম-পরিকল্পনা গ্রহণ ও তার বাস্তবায়ন করবে৷ আমাদের দেশের কমিউনিটি পুলিশিং কাঠামোতে বাস্তবায়ন পর্যায়ে চারটি শর্ত রয়েছে, যথা- জেলা সমন্বয় কমিটি, থানা সমন্বয় কমিটি, ইউনিয়ন সমন্বয় কমিটি ও ওয়ার্ড কমিটি৷ ওয়ার্ডের বাইরে অন্যান্য কমিটিগুলো মূলত সমন্বয়ের কাজ করবে৷ ওয়ার্ড কমিটিগুলো প্রকৃত বাস্তবায়ন কার্য পরিচালনা করবে৷ একটি ওয়ার্ড-কার্যকরী কমিটি/ ফোরাম নিম্নলিখিত দায়িত্ব পালন করবে ঃ
্#৬১৬৫৬; অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সমস্যার সমাধানকল্পে পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা৷
্#৬১৬৫৬; অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সার্বিক সাহায্য সহযোগিতা প্রদান করা৷
্#৬১৬৫৬; দায়িত্বাধীন এলাকার অপরাধ চিত্র পর্যালোচনা করে নিজেদের করণীয় সম্বন্ধে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পরামর্শ বা সুপারিশ প্রদান করা৷
্#৬১৬৫৬; পুলিশ প্রশাসন ও জনগণের মধ্যে সু-সম্পর্ক গড়ে তোলার জন্য কার্যকরী কর্মপন্থা গ্রহণ করা৷
্#৬১৬৫৬; সামাজিক সমস্যা, সামাজিক অপরাধ, অন্যায়, অবিচার ও সমাজের সকল ধরণের সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে প্রশাসনের সহায়তায় প্রতিরোধ গড়ে তোলা৷
্#৬১৬৫৬; অপরাধ, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং গণসচেতনতা সৃষ্টি করা৷
্#৬১৬৫৬; সদস্যদের শৃঙ্খলা বিরোধী বা সংগঠনের উদ্দেশ্য।