Apps

Picture

চাকুরির ভেরিফিকেশন

চাকুরির ভেরিফিকেশন

চাকুরির ভেরিফিকেশনঃ 


সাধারণত চাকুরির ভেরিফিকেশনের জন্য ভেরিফিকেশন ফরম রয়েছে৷ তা সংশিস্নষ্ট সংস্থা কর্তৃক দুই কপি ফরম চাকুরির প্রার্থীকে সরবরাহ করা হয়৷ চাকুরির প্রার্থী তা পূরণ করে সংশ্লিষ্ট অফিসে জমা দেয়৷ সংশ্লিষ্ট অফিস নিম্নলিখিত বিষয়ের তথ্য জানার জন্য সংশ্লিষ্ট পুলিশ সুপারের অফিসে উক্ত দুই কপি ফরম প্রেরণ করেঃ

 

) নাম-ঠিকানা সঠিক আছে কিনা () জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক কিনা৷ 
) শিক্ষাগত যোগ্যতা সঠিক আছে কিনা  
) ব্যক্তিচরিত্র সংক্রান্ত৷ 
) মামলা আছে কি না তা যাচাই  
) কোন রাজনৈতিক দলের সদস্য আছে কি না তা যাচাই  
) থানা ও ডিএসবি রেকর্ডে তার সম্পর্কে কোন কিছু লিখিত আছে কি না তা যাচাই  
) বর্তমান স্থায়ী ঠিকানা যাচাই  
পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখা থেকে উক্ত তথ্যগুলো সরেজমিনে পরিদর্শন পর্যবেক্ষণ দ্বারা রিপোর্ট সংগ্রহ করে রিপোর্ট প্রদান করা হয়৷ 

 কি কি কারণে পুলিশ ভেরিফিকেশন লাগে।

  • চাকুরি স্থায়ী করণ করতে পুলিশ ভেরিফিকেশন লাগে।
  • চাকুরি স্থায়ীকরণ না করে থাকলে আপনার পদোন্নতি হবে না।
  • চাকুরি স্থায়ীকরণ করা না থাকলে আপনি গৃহ নির্মাণ ঋণ পাবেন না।
  • চাকুরী স্থায়ীকরণ করা না থাকলে আপনি মারা গেলে আপনার পরিবার সরকারি অনুদান ৮,০০,০০০/- টাকা প্রাপ্তি থেকে বঞ্চিত হবে।

 

 
Copyright © 2023 Superintendent of police, Thakurgaon. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.